মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বাণিজ্য | বদলে গেল সুদের হার, ফিক্সড ডিপোজিটে নতুন অফার নিয়ে এল এসবিআই

Sumit | ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ১০Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: এসবিআই হল দেশের প্রথম সারির ব্যাঙ্ক। এখানে যদি বিনিয়োগ করেন তাহলে দেখতে পারবেন টাকা ক্ষতি হওয়ার কোনও সম্ভাবনা নেই। অন্য কোথাও বিনিয়োগ করার তুলনায় এসবিআইতে যদি বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে আপনি পেতে পারেন গ্যারান্টি রিটার্ন। এই টাকা দিয়ে আপনি নিজের কাজ সারতে পারবেন।


ফিক্সড ডিপোজিট হল এমন একটি জায়গা যেখানে যদি হিসাব করে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে ভাল রিটার্ন আসবেই। এসবিআই তাদের ফিক্সড ডিপোজিট রেট নিয়ে মাঝেমাঝে বদল করে থাকে। যদি সমস্ত সুদের হার জানা থাকে তাহলে সেখান থেকে ভাল রিটার্ন মিলবেই।


এসবিআই অমৃত বৃষ্টি ফিক্সড ডিপোজিট স্কিম হল এমন একটি জায়গা যেখানে বিনিয়োগ করলেই নিশ্চিত লাভ পাবে। এর সময়সীমা রয়েছে ৪৪৪ দিনের। এখানে জেনারেল সিটিজেনরা সুদের হার পাবেন ৭.২৫ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৭৫ শতাংশ।


এখানে যদি ১ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন তাহলে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৮০ শতাংশ হারে সুদ। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৩০ শতাংশ হারে সুদ। 


যদি এখানে ৩ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৭৫ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.২৫ শতাংশ। 


যদি এখানে ৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন তাহলে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৫০ শতাংশ হারে সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৫০ শতাংশ হারে সুদ। 

 


জেনারেল সিটিজেনরা যদি ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা এখানে বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে সুদ হিসাবে পাবেন ৪৫ হাজার ৬৬৭ টাকা। যদি সিনিয়র সিটিজেনরা ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে তারা সুদ হিসাবে পাবেন ৪৮ হাজার ৯৩৫ টাকা। 


যদি ১ বছরের জন্য ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে জেনারেল সিটিজেনরা পাবেন ৩৪ হাজার ৮৭৬ টাকা সুদ। যদি সিনিয়র সিটিজেনরা ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে সুদ পাবেন ৩৭ হাজার ৫১১ টাকা। 

 


SbiSbiamritvrishtiFixeddeposit

নানান খবর

সোশ্যাল মিডিয়া